24 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার

আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকা: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার(২৬নভেম্বর ২০২৪) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছেন। পাশাপাশি, চট্টগ্রামসহ দেশের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ