33 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » তৈরি খাবার ব্যবসা শুরু করেছেন জ্যাক মা

তৈরি খাবার ব্যবসা শুরু করেছেন জ্যাক মা


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের ই-কমার্স লিডার আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা জ্যাক মা একটি নতুন কোম্পানি শুরু করেছেন। যা তৈরি খাবার (প্রি-প্যাকেজড) নিয়ে কাজ করবে। করপোরেট ডেটা প্রদানকারী সংস্থা কিচাচা জানায়, সম্প্রতি চীনে কোম্পানিটির উদ্বোধন করেছেন জ্যাক মা। যেখানে প্রাথমিক মূলধন হিসেবে ১ কোটি ইউয়ান বিনিয়োগ করেছেন তিনি। খবর নিক্কেই এশিয়া।

নতুন কোম্পানির মূল পণ্য হবে রান্না করা (প্রি-কুকড) খাবার। কভিড মহামারীর সময় মানুষ বেশির ভাগ সময় বাড়িতে থাকার কারণে চীনে এ ধরনের খাবারের চাহিদা বেড়েছে। এটিকে কাজে লাগাতে চান জ্যাক মা।

জ্যাক মা ২০২০ সালে আলিবাবার বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে তিনি এখনো আলিবাবার ‘অংশীদার’ হিসেবে তালিকাভুক্ত আছেন এবং গ্রুপের ওপর নিজের প্রভাব ধরে রেখেছেন।

আলিবাবা যখন চীনের কঠোর নিয়ন্ত্রণের মুখোমুখি হয়েছে তখন তিনি বিদেশে ছিলেন। তাকে জাপান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা গেছে বলে জানা গেছে।

জ্যাক মা সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কল্যাণমূলক কাজেও ব্যয় বাড়িয়েছেন এশিয়ার সাবেক শীর্ষ এ ধনী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ