বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের খেরসনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার (২৫ নভেম্বর) এ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
খেরসন অঞ্চলের গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ টেলিগ্রামে বলেছেন, বৃহস্পতিবার এই অঞ্চলে ৫৪ বার গোলাবর্ষণ করা হয়।
এদিকে রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় বাসিন্দাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।দেশটিতে শীতের তীব্রতা বাড়ছে। তবে এখনো প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় সামনে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেন জেলেনস্কি।
ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ধীরে ধীরে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনর্বহাল করা হচ্ছে। এরই মধ্যে জাপোরিঝিয়াসহ চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবারও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
বিএনএ/ ওজি