37 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : নিহত ৪, আহত ৪৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : নিহত ৪, আহত ৪৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : নিহত ৪, আহত ৪৪

বিএনএ,বিশ্বডেস্ক : সৌদি আরবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। মদিনা সিটি থেকে ৯০ কিলোমিটার দূরত্বে আল ইউতামাহ শহরের পর এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৬ নভেম্বর) আবর নিউজের খবরে মদিনার মহাসড়কের এ দুর্ঘটনার তথ্য বলা হয়।

সৌদি এই সংবাদমাধ্যম খবরে জানা যায়, মদিনা প্রদেশের আল হিজরাহ মহাসড়কে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস চলছিল। এ সময় উল্টো দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অ্যাম্বুল্যান্স ডাকা হয়। যদিও কর্তৃপক্ষ ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করেনি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ