31 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২


বিএনএ কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডাকাত সর্দার মাদক ব্যবসায়ী কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানিয়েছেন, মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেখানে অভিযানে যায় র‍্যাব। সে সময় আভিযানিক দলের অবস্থান টের পেয়ে গুলি ছোঁড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থলে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ