29 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রেলের ভাড়া বাড়তে পারে: রেলমন্ত্রী

বিএনএ, সিলেট : শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার লাউয়াছড়া বনে রেললাইনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সাড়ে ৪ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রেললাইনের উপর থেকে গাছ সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন যোগাযোগ।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি বলেন, লাউয়াছড়ায় রেললাইনে বড় গাছ পড়ার কারণে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে গাছ সরানো হলে চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

মঙ্গলবার বিকাল ৫টার সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের ওপর বড় দুটি গাছ পড়ে যাওয়াতে শ্রীমঙ্গল ও সাতগাঁও স্টেশনে ট্রেন দুটি আটকা পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ