21 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

রাজধানীতে ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, নোমান (৩২)ও তার স্ত্রী শামীমা(২৫)।

রোববার (২৫ সেপ্টম্বর) রাত সাড়ে দশটার দিকে দারোয়ান তাদের ডাকাডাকি করে না পাওয়ায় বাড়িওলা সহ দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে মেঝেতে শোয়া অবস্থায় পাওয়া যায়।

মরদেহ দুটি এখনো ঘটনাস্থলেই রয়েছে।

মোহাম্মদপুর থানার পুলিশ ও ক্রাইম সিনে পুলিশ কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছে। নোমান সৌদি আরব প্রবাসী।তিনি আরও বলেন, এক বছর আগে নোমান প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের বাড়ি ভোলার নালমোহন উপজেলা এলাকায়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ