27 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

সম্রাট আবার হাসপাতালে

বিএনএ ডেস্ক: জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসমাইল চৌধুরী সম্রাট। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি তিনি।

শুক্রবার (২৬ আগস্ট) শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় বিপুল নেতাকর্মী ছিলেন তার সাথে। ১৫ আগস্ট শহীদদের জন্য দোয়া করেন তিনি। এর আগে দুপুর থেকে ধানমণ্ডিতে জড়ো হতে থাকেন তার সমর্থকরা।

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। এ ঘটনায় যুবলীগ থেকে বহিস্কার করা হয় তাকে। গত ২২ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়েন সম্রাট।

নব্বইয়ের দশকে ছাত্রলীগের মাধ্যমে সম্রাটের রাজনীতিতে হাতেখড়ি। পরে ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নির্বাচিত হন তিনি। ২০০১ সালে রমনা থানা যুবলীগের আহ্বায়ক হন সম্রাট। ২০০৩ সালের সম্মেলনে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন তিনি। ২০১২ সালে যুবলীগের ৬ষ্ঠ কাউন্সিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি নির্বাচিত হন সম্রাট।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ