18 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে ফটো সাংবাদিকের তিন বছর কারাদণ্ড

মিয়ানমারে ফটো সাংবাদিকের তিন বছর কারাদণ্ড

কারাদণ্ড photojournalist Ko Zaw Zaw

মিয়ানমারের সামরিক সরকার গত বুধবার(২৪ আগস্ট) Ko Zaw Zaw নামে সাবেক এক ফটো সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

The Irrawaddy-এর এই সাবেক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকার বিরোধী আন্দোলনে বিরোধীদের উস্কানী দিয়েছেন।

গত এপ্রিল মাসে মান্দালা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রাখার পর মে মাসে তাকে মান্দালেয়ের ওবো কারাগারে পাঠানো হয়েছিল। সূত্র The Irrawaddy

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাংবাদিকদের কারাগারে পরিণত হয়েছে গত বছরের অভ্যুত্থানের পর মিয়ানমার। জান্তা নৃশংসতার কভারেজ দমন করতে সরকার সাংবাদিকদের গ্রেপ্তার, মামলা, নিউজরুমে অভিযান এবং সহিংসতার লক্ষ্যবস্তু করেছে।

জান্তা ১৪০ জনেরও বেশি মিডিয়া কর্মীকে গ্রেপ্তার করেছে এবং অন্তত চারজনকে হত্যা করেছে। তাদের অনেকের বিরুদ্ধে উসকানি ও অবৈধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে।

সেনা সরকারের অব্যাহত অত্যাচারে দেশটিতে মিডিয়ায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। সেখানে সাংবাদিকদের

দেশ ছেড়ে পালিয়ে যেতে বা আত্মগোপনে যেতে বাধ্য করেছে।তাছাড়া এ বছর জান্তা সরকার বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িও দখল করেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ