21 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পরাণ-এর নতুন রেকর্ড

পরাণ-এর নতুন রেকর্ড

পরাণ-এর নতুন রেকর্ড

বিএনএ ডেস্ক: মুক্তির দেড় মাস পরও ‘পরাণ’ দেখতে প্রেক্ষাগৃহে ঢল সিনেমা প্রেমীদের। শুক্রবার (২৬ আগস্ট) আরও ৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। রাজধানীর মধুমিতা ও শ্যামলী সিনেপ্লেক্সের পাশাপাশি ঢাকার বাইরে আরও ৪টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশি সিনেমার ইতিহাসে ‘পরাণ’ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

ইয়াসির আরাফাত বলেন, দেশিয় সিনেমা মুক্তির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ দর্শক পাওয়া কঠিন হতো। সেখানে সপ্তম পার হলেও বেশ ভালোমতোই চলছে সিনেমাটি।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, এর আগে দুই বার ‘পরাণ’ প্রদর্শিত হয়েছে সেখানে। মাঝে ‘হাওয়া’ চালেছে। তৃতীয়বারের মতো মধুমিতায় চলবে ‘পরাণ’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দর্শকরা বারবার প্রমাণ করেছেন ভালো সিনেমার বিকল্প নেই। ভালো সিনেমার চাহিদা সবসময় আছে। ‘পরাণ’ তা নতুন করে প্রমাণ করেছে।

গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘পরাণ’। টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে সিনেমাটি। শুক্রবার থেকে চলবে ৩২টি সিনেমা হলে।

উল্লেখ্য দেশের গন্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘পরাণ’। আগামী মাসে ইউরোপের ৩টি দেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পাবে ‘পরাণ’।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ