বিএনএ ডেস্ক: খোলা বাজারে আরও বেড়েছে মার্কিন ডলারের দাম। মঙ্গলবার (২৬ জুলাই) অতীতের সব রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।
ডলার কেনা বেচায় জড়িত ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে দেশে খোলা বাজারে দ্রুত ডলারের দাম বেড়েছে। সোমবারও মানুষ ১০৭ টাকায় ডলার পেয়েছেন। এক দিনের ব্যবধানে ডলারের দাম ৫ টাকা বেড়েছে।
বৈদেশিক মুদ্রা কেনাবেচায় যুক্ত ব্যবসায়িরা জানান, ঈদুল আজহার আগেও বাজারে ডলারের দাম ১০০ টাকার নিচে ছিল। বিভিন্ন ব্যক্তি ও এক্সচেঞ্জ থেকে ডলার ক্রয় করেন তারা। বিদেশগামী যাত্রীদের জন্য চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারছেন না এখন।
এদিকে খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও ডলারের দর বাড়তির দিকে। সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। ২১ জুলাই এই দর ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।
গত বছরের ২৬ জুলাই ডলারের দর ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এক বছরে টাকার মূল্য কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 14