26 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

 

বিএনএ ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা মো. সেলিম খান (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (২৫ জুলাই) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সেলিম খানের স্বজনরা জানান, তিনি দীর্ঘ দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। ১০ দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দুই দিন লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর সহায়তায় পড়েরহাটের পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা সেলিম খানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটের অভিযোগ করা হয়। ওই মামলায় সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সেলিম খানকে সাক্ষী করে।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ