16 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ডিএসই সংবাদ: বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

ডিএসই সংবাদ: বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

ডিএসই'র ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিল 

বিএনএ ডেস্ক :শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন
পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ অক্টোবর আয়োজন করা হয়েছে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের জন্য রেকর্ড তারিখ আগামী ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮.০৩ টাকা। আর ৩১ মার্চ ২০২১ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩২.৭৮ টাকা।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ