26 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারায় ৬’শত পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

গুইমারায় ৬’শত পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার


বিএনএ, খাগড়াছড়ি : গুইমারাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬০০ শত গরিব পরিবারের মানুষের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন, বিএম, গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের আগ্রীম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান। এছাড়াও ঈদ উপহার সামগ্রী গ্রহণে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান।

বিএনএ/ আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ