29 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দুই যাত্রীর ‘উচ্ছৃঙ্খল’ আচরণে বিমানের দিক পরিবর্তন

দুই যাত্রীর ‘উচ্ছৃঙ্খল’ আচরণে বিমানের দিক পরিবর্তন


বিএনএ, বিশ্বডেস্ক : ইজিজেটের একটি ফ্লাইট যুক্তরাজ্য থেকে তুরস্কের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে দুই যাত্রী মদ্যপ হয়ে পড়েন এবং বিমানে থাকা অন্যদের দিকে চিৎকার করতে শুরু করেন। এতে গতিপথ পরিবর্তন করেন পাইলট।

খবরে বলা হচ্ছে, ম্যানচেস্টার থেকে দালামানগামী বিমানটি রোববার (২৫ জুন) ভোরে উড্ডয়ন করলেও দুই রুশ নাগরিকের আচরণের কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে হয়।

গ্রিসের উত্তরাঞ্চলের থেসালোনিকিতে বিমানটি অবতরণের পর ৪৮ ও ৩৯ বছর বয়সী এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে শান্তি বিঘ্নিত করা, পরিবহন ব্যাহত করা এবং ক্রু সদস্যদের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

তবে ইজিজেটের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে কোনও শারীরিক আক্রমণের ঘটনা ঘটেনি।

যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুস্থতা সবসময় ইজিজেটের অগ্রাধিকার উল্লেখ করে ইজিজেট জানিয়েছে, ম্যানচেস্টার থেকে দালামানগামী ইজেডওয়াই২১৪৭ ফ্লাইটটি থেসালোনিকির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি জ্বালানি ভরার পরে দালামনের দিকে অগ্রসর হয়। যদিও এই ধরনের ঘটনা বিরল, আমরা এগুলি খুব গুরুত্বসহকারে গ্রহণ করি এবং জাহাজে আপত্তিকর বা হুমকিমূলক আচরণ সহ্য করি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ