33 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সার্ভারে ত্রুটি: একাদশে ভর্তি আবেদনে বিলম্ব

সার্ভারে ত্রুটি: একাদশে ভর্তি আবেদনে বিলম্ব

সার্ভারে ত্রুটি: একাদশে ভর্তি আবেদনে বিলম্ব

বিএনএ, চট্টগ্রাম: একাদশে অনলাইনে ভর্তি আবেদনে দেখা দিয়েছি সার্ভার ত্রুটি। ফলে আজ দিনভর ভর্তি আবেদনে বিলম্ব হওয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কতৃপক্ষ। বোর্ড সূত্র বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের পর রোববার (২৬ মে) থেকে শুরু হওয়ার কথা ছিল একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম।

কিন্তু সকাল থেকে সার্ভার ত্রুটির কারণে ভর্তি আবেদন করা যাচ্ছিল না। পরে সার্ভার ত্রুটির কারণে ভর্তির আবেদন আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার। তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বলা হয়েছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, এগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ