26 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বিএনএ ডেস্ক: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য এ খরচ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে হজ প্যাকেজ নিয়ে ব্রিফিং এ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই প্যাকেজ ঘোষণা করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রথম প্যাকেজের ব্যায় বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর দ্বিতীয় প্যাকেজর জন্য দিতে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। বাড়তি ৫৯ হাজার টাকা হাজীদেরকে ৩০ মে এর মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিতে তফসিলি ব্যাংক খোলা থাকবে শুক্র এবং শনিবার।

খরচ বৃদ্ধির বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারনে এই খরচ বেড়েছে। বলেন, বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কিভাবে সেখানে খরচ করে। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসেব নাই।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ