বিএনএ বিনোদন ডেস্ক: কলকাতায় আরো এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে বিদিশা দে মজুমদার নামে ওই মডেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২১ বছর বয়সী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর- আনন্দবাজার।
পুলিশ জানিয়েছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় বিদিশার মরদেহ উদ্ধার করা হয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিদিশার মরদেহের পাশ থেকে একটি একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।
মডেল পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার (২৫ মে) তার রহস্যময় মৃত্যুর পর চর্চায় উঠে এলো অভিনেত্রীর সেই ফেসবুক পোস্ট।
ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা। তাতে তিনি এও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। ওই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বিদিশার মরদেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 17