বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই এখনও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক জরিপে।
ডব্লিউএইচও জানিয়েছে, তাদের দ্বিতীয় জরিপে উঠে এসেছে, গত বছরের গ্রীষ্মকালে পরিচালিত প্রথম জরিপের তুলনায় পরিস্থিতি খুব বেশি বদলায়নি।
তবে পরিস্থিতি একেবারে খারাপও নয়। কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০২০ সালে পরিচালিত জরিপে দেখা গিয়েছিল, গড়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অর্ধেক ব্যাহত হয়েছে।
আর এ বছরের প্রথম তিন মাসে এক-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে। অর্ধেকের বেশি দেশ স্বাস্থ্যসেবা জোরদারে অতিরিক্ত স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানিয়েছে।
বিএনএনিউজ/জেবি
Total Viewed and Shared : 15