বিএনএ, ঢাকা : রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা অনিয়া আফরোজ মুক্তাকে(২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সবুজবাগের বেগুনবাড়ি মাস্টার গলি এলাকার একটি বাসা থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আমরা ধারণা করছি দুপুরের পর কোনো এক সময় দুর্বৃত্তরা মুক্তাকে কুপিয়ে হত্যা করে রেখে গেছেন। এ সময় মুক্তার দুই সন্তানের মুখ বেঁধে রেখেছিল। তার পিঠে ও গলায় জখমের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরি দিয়ে তাকে কোপানো হয়েছে।
তিনি আরও জানান, মুক্তার স্বামী ফরিদপুরে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। মুক্তার বড় সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর। মুক্তার গ্রামের বাড়ি রংপুর। তার পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঢাকায় আসছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।