28 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » তারাকান্দায় বৃদ্ধাকে গলাকেটে হত্যা,দুই যুবক আটক

তারাকান্দায় বৃদ্ধাকে গলাকেটে হত্যা,দুই যুবক আটক

তারাকান্দায় বৃদ্ধাকে গলাকেটে হত্যা,দুই যুবক আটক

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় কুলসুম বেগম (৫৩) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুরা গামের গুদাআলির সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম একই ইউনিয়নের সানুড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আটককৃত দুই যুবকের আগে থেকেই ওই নারীর বাড়িতে আসা যাওয়া ছিল। গত দুইদিন আগে দুই যুবক ওই নারীর বাড়িতে আসে। ঘটনার দিন দুপুরে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে স্থানীয়রা ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পারেন। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেয়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

কেন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, আটকতৃত যুবক কেন ওই নারীর বাড়িতে আসত প্রতিবেশিরা কেউ জানাতে পারেনি। হত্যাকান্ডের কারণ জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আটককৃত যু্বকদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আটক দুই যুবক ঢাকা থেকে প্রায়ই ওই নারীর বাড়িতে আসতেন। তবে, দুই যুবক নিহতের আত্মীয় না। তদন্ত হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ