বিএনএ, ঢাকা : বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় আরিফ আলভি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম’ উল্লেখ করে লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবসে আমার উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
বাংলাদেশের জনগণের অব্যাহত সমৃদ্ধি কামনা করে তিনি আরও বলেন, ‘পাকিস্তান, ভাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে গভীরভাবে মূল্যায়িত করে এবং দুই দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ককে আরও মজবুত ও সুদৃঢ় করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।’
শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।