বিএনএ, চট্টগ্রাম : পর্নোগ্রাফি মামলায় অর্ণব পাল নামে এক ইন্টার্ন চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তায় ঢাকা মহানগর পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, খিলক্ষেত থানা পুলিশের একটি দল চট্টগ্রামের পাঁচলাইশ থানার সহায়তায় হোস্টেলে অভিযান চালিয়ে রাত ১টার দিকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ণব পালকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অর্ণব। পরে বিয়ের জন্য চাপ দিলে ওই নারীর বিভিন্ন সময়ে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় অর্ণব। এ ঘটনায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ওই নারী বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 17