29 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় আহত সাবেক আনসার সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত সাবেক আনসার সদস্যের মৃত্যু


বিএনএ, মিরসরাই (চট্রগ্রাম): মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক আনসার সদস্য মোঃ কামাল উদ্দিন ( ৭০) আর নেই। রোববার ( ২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাছড়া বাজারে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।

কামাল উদ্দিন ৬নং ইছাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড লুদ্দাখালি এলাকার গনি হাজি বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।

ইছাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার রহিম উদ্দিন জানান, মোঃ কামাল খুব দরিদ্র ছিলেন। দিনে এনে দিনে খেতেন। তার বড় মেয়ে স্বামী পরিত্যক্তা হওয়ায় সন্তানদের নিয়ে তার কাছেই থাকতেন। এখন বিধবা মেয়ে আর তার নাতনিদের দেখার কেউ রইলো না।

ইছাখালি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা জানান,  বড়মেয়ে ও নাতনিদের ভরণপোষণের দায়িত্ব মোঃ কামাল উদ্দিনের ওপর ছিল। দরিদ্র হলেও তাদের তিনি যথেষ্ট মায়া করতেন। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। আমিন।

বিএনএ/ আশরাফ উদ্দিন,ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ