বিএনএ, চট্টগ্রাম : লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ এর সহযোগিতায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) পাঁচলাইশ এ দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ, লায়ন এএইচএম ইলিয়াস করিম RC, লায়ন শামীম আরা বেগম RC, লায়ন এ এফ এম জহির উদ্দিন RC, ক্লাব জোন চেয়ারপারসন লায়ন মোরশেদুল হক চৌধুরী ZC।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ওয়াসিম মাকসুদ (প্রিন্সিপাল মেরিন ফিসারিজ একাডেমী)প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন জেফরিন চৌধুরী, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন চৌধুরী ফাহিম মোস্তফা, ক্লাব ট্রেজারার লায়ন মহিউদ্দিন শিমুল, লায়ন সাংবাদিক ইয়াসীন হীরা, লায়ন ডা. সেলিনা আকতার চৌধুরী, তাহমিনা আকতার, কানিজ ই ফাতেমা, তাহমিনা আফরোজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়মন্ড সিটি ক্লাবের সেক্রেটারি লায়ন এড. মোহাম্মদ আলাউদ্দিন।
বিএনএনিউজ২৪,জিএন
Total Viewed and Shared : 16