বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং সবুর শুভ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবার ৪৪৫ ভোটারের মধ্যে ৩৯২ জন অংশ নেন। নির্বাচনে ৭ পদে লড়াই করেছেন ১৯ জন।
সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের সিনিয়র প্রতিবেদক ম. শামসুল ইসলাম পান ১৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান সবুর শুভ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। এছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী মো. রুবেল খান পেয়েছেন ৩১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক স ম ইব্রাহিম পেয়েছেন ২৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী দৈনিক কালবেলার চট্টগ্রামের ব্যুরো প্রধান সাইদুল ইসলাম পেয়েছে ২০৭ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সৌমেন ধর ১১২ এবং আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছে ৬৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান সুবল বড়ুয়া ২৪৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল ফারুক (ফারুক আব্দুল্লাহ) পেয়েছেন ১৩৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র প্রতিবেদক ওমর ফারুক পেয়েছেন ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগো নিউজের প্রতিবেদক ইকবাল হোসেন ১৮০ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার মো. সরওয়ারুল আলম সোহেল ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট।
প্রচার ও প্রকাশনা পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলা নিউজের নিজস্ব প্রতিবেদক মিনহাজুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী তাসনিম হাসান রিয়াদ ১৩৭ এবং দ্য ডেইলি ম্যাসেঞ্জারের চট্টগ্রামের ব্যুরো প্রধান সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে আহসান হাবিবুল আলম ২০৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাসুমুল ইসলাম পেয়েছেন১৭৩ ভোট।
বিএনএনিউজ/ বাবর/ ওজি/ শাম্মী