23 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসত ঘর

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসত ঘর

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসত ঘর

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার( ২৬ জানুয়ারী) ভোর ৬টায় জোরারগঞ্জ থানার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের স্বপন ডাক্তার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লাখ টাকা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের দ্রুত ছড়িয়ে পড়ে। একে একে ৩টি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন ৪নং ধুম ইউনিয়নের গ্রাম পুলিশ সদ্য বিনা রানী দেবী, একই বাড়ির বাসিন্দা কমল চন্দ্র নাথ ও শেমল চন্দ্র নাথ। অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ছাড়াও মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত দরিদ্র। আগুনে তাদের সহায় সম্বল সব পুড়ে গেছে। একবেলা ভাত রান্নার ব্যবস্থাও নেই। তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে উপস্থিত সংকট নিরসনে পরিবার গুলোকে সামান্য আর্থিক সহায়তা করেছি।

মিরসরাই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটওয়ারী জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী।দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ।

বিএনএ/ আশরাফ উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ