26 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » কৃষিতে সফলতার গল্প

কৃষিতে সফলতার গল্প


কৃষিতে সফলতার গল্প অনেক গল্প রয়েছে। প্রতি বছর মানুষ নতুন নতুন ফসল উৎপাদন করছে। বিদেশি ফসল উৎপাদন করে চমক সৃষ্ঠি করছেন অনেকে। আয়ও করছেন বেশ।

ফিলিপাইনের কালো জাতের আখ চাষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফিলিপাইনের কালো জাতের আখ(Philippine Black Sugarcane) চাষ করে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন জাকির খান, রফিকুল ইসলাম ও রাসেল আহমেদ। তাদের দেখাদেখি উপজেলার অন্য চাষিরাও এ জাতের আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

আখগুলোর বাইরের অংশ দেখতে কালো-খয়েরি। লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট। দেশীয় আখের মতো হলেও এর আছে কিছু ভিন্নতা। এই আখের কাণ্ড কিছুটা নরম, রস বেশি, মিষ্টি বেশি। যার ফলে চাষের পর লাভ বেশি হয়। বগুড়া থেকে ছয় হাজার আখের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন। সম্পূর্ণ ক্ষেতে জৈব সার ব্যবহার করে আখের চারার যত্ন নেন। চারা রোপণের আট মাসের মাথায় আখ বিক্রির উপযোগী হয়ে উঠে।

 

Total Viewed and Shared : 131 


শিরোনাম বিএনএ