30 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » স্থগিত হলো পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

স্থগিত হলো পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

স্থগিত হলো পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

বিএনএ ঢাকা: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ‌ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেয়ার কথা। সেজন্য ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করা হয়েছিলো।  সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পরে জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ