20 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

নুরুল

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ক্যাপ্টেন (অব.) নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডর পদে থেকে অবসরগ্রহণ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নবনির্বাচিত নৌবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। নুরুল হক বাংলাদেশের সাবেক নৌমন্ত্রী ছিলেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ