31 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে চলন্ত ট্রেনে আগুন

ভারতে চলন্ত ট্রেনে আগুন


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে পর্যটক বহনকারী একটি চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে উত্তরপ্রদেশে চলন্ত দূরপাল্লার ট্রেন ১৪৬২৪ পাঠানকোট এক্সপ্রেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগ্রায় মালপুরা থানার ভাদোহি রেলস্টেশনের কাছে পাঠানকোট এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। চলন্ত দূরপাল্লার ট্রেনটিতে ধোঁয়া বের হতে দেখা যায়। ইঞ্জিনের কাছে দুটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাঠানকোট এক্সপ্রেসটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাচ্ছিল।

বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত ট্রেনটি থামানো হয় এবং বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করা হয়।

আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল তাদের কামরায়। যা আগুন লাগার কারণ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ