29 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ২৩৬০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল-ইউনিসেফ

গাজায় ২৩৬০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল-ইউনিসেফ

গাজায় ২৩৬০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল-ইউনিসেফ

বিশ্ব ডেস্ক: ৭ অক্টোবর হামাসের আগ্রাসনের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় এ পর্যন্ত অন্তত ২হাজার৩৬০ শিশু নিহত হয়েছে। বুধবার(২৫ অক্টোবর) জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের সংস্থাটি গাজায় ” অবিরাম আক্রমণের” কথা বলেছে এবং যোগ করেছে যে ৫হাজার ৩৬৪ শিশু বিমান হামলায় আহত হয়েছে।

হামাসের আশ্চর্য আক্রমণের পর থেকে, ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় নিরলস বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং অবরুদ্ধ উপকূলীয় এলাকায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, “গাজা স্ট্রিপের পরিস্থিতি আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি ক্রমবর্ধমান দাগ। শিশুদের মৃত্যুর হার এবং আহতের হার কেবল বিস্ময়কর।”

গাজা উপত্যকায় মানুষ  তীব্র পানি সংকটে ভুগছে, যার মারাত্মক পরিণতি হচ্ছে শিশুদের জন্য, যারা জনসংখ্যার প্রায় ৫০%, ইউনিসেফ বলেছে।

ইউনিসেফ সব পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার, মানবিক প্রবেশাধিকার প্রদান এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্তত ৫হাজার ৭৯১জন ফিলিস্তিনি এবং ১হাজার ৪০০ ইসরায়েলিসহ এই সংঘর্ষে সাতহাজার ১শজনের বেশি মানুষ  গাজা-ইসরায়েল যুদ্ধে নিহত হয়েছে।

বিএনএ,গাজা-ইসরায়েল যুদ্ধ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ