38 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বারহাট্টায় ২৫২ মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ

বারহাট্টায় ২৫২ মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ

বারহাট্টায় ২৫২ মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় ১৩১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছে। একই সাথে ২৫২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পেয়েছেন ডিজিটাল সনদ। এ উপলক্ষে সোমবার বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান,বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও মৃত মুক্তিযোদ্ধাগণের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ