32 C
আবহাওয়া
৫:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » একদিনে শনাক্ত আড়াই লাখ, মৃত্যু কমেছে

একদিনে শনাক্ত আড়াই লাখ, মৃত্যু কমেছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৭৯৯ জনের। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৩ কোটি ৩২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৪ হাজার ৩২ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬১ কোটি ২২ লাখ ৫০ হাজার ৫৮০ জন।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১৪ হাজার ৪২ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৯১ লাখ ২৩ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ১৫৩ জনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 142 


শিরোনাম বিএনএ