30 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিতু হত্যা মামলা, ভোলার জামিন নামঞ্জুর

মিতু হত্যা মামলা, ভোলার জামিন নামঞ্জুর

মিতু হত্যা মামলা, ভোলার জামিন নামঞ্জুর

বিএনএ , চট্টগ্রাম :পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার (২৪ অক্টোবর)বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আবেদন নামঞ্জুর করেন।

শনিবার ভোররাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেনাপোল থেকে ভোলাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করেন। এরপর সন্ধ্যায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতুকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।

ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।

এর আগে ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন ভোলা। অপরদিকে মিতু হত্যার ঘটনায় ২০১৬ সালে সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় ভোলা ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ