32 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রী আইটিকে গুরুত্ব দেয়ায় দেশ ঘুরে দাঁড়িয়েছে-চসিক মেয়র

প্রধানমন্ত্রী আইটিকে গুরুত্ব দেয়ায় দেশ ঘুরে দাঁড়িয়েছে-চসিক মেয়র

প্রধানমন্ত্রী আইটিকে গুরুত্ব দেয়ায় দেশ ঘুরে দাঁড়িয়েছে-চসিক মেয়র

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইটি খাতকে গুরুত্ব দিয়ে গুণগত উৎকর্ষ সাধন করেছেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি আর্থ-সামাজিক ক্ষেত্রে নিজস্ব অবস্থানকে প্রশংসনীয় স্তরে উন্নীত করতে সাফল হয়েছে।

মেয়র শনিবার(২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর হোটেল সৈকতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জি.এম. আইটি ইনস্টিটিউটের নবীন উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি.এম. আইটি ইনস্টিটিউটে

তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে কর্মসংস্থানমূলক সুযোগ বাড়িয়ে এর সাথে প্রযুক্তি নির্ভর কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ পাঠক্রম অন্তর্ভূক্ত করতে হবে।

মেয়র নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, চাকরির জন্য দৌড়ঝাঁপ করার সুযোগ নেই। উদ্যোক্তা হয়ে নিজের ও অন্যান্যদের কর্মসংস্থান নিশ্চিত করাটা হলো সময়ের চিন্তাভাবনা। এর কারণে একজন নবীন উদ্যোক্তা সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হতে পারেন।

তিনি বলেন, পৃথিবীর শীর্ষ জনবহুল দেশ চীন পুরো জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে পেরেছে বলেই দেশটি এখন উন্নতির ক্ষেত্রে শীর্ষে পৌঁছাতে পেরেছে। চীনের উদ্যোক্তারা সারা বিশ্বে উন্নয়নের চাকা সচল রাখতে নেতৃত্ব দিচ্ছে। তাই আমাদের নবীন উদ্যোক্তাদের মনে রাখতে হবে তারা শুধু একার জন্য নন, তাঁরা দেশ ও দশের জন্যও। তাই তথ্য-প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব তাদেরকেই গ্রহণ করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম বলেন, লক্ষ্য অটুট থাকলে সাফল্য অবশ্যই আসবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে তারুণ্যকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে চলার মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন সফল হবে।
জি.এম.আইটি’র চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাওহিদুল ইসলাম, সাগর দে, মো. তুহিন প্রমুখ।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 144 


শিরোনাম বিএনএ