বিএনএ, চট্টগ্রাম:ছয় ঘণ্টা পানি ছাড়ার পর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে লেক থেকে পানি ছাড়ার গেট । কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকাল ৮টার দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রিলওয়ে বা জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হ্রদের কাপ্তাই বাঁধে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য এবং ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়। ১০৯ এমএসএল (মিন সি লেভেল) ধারণক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হয়।
এ টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানি ১০৮ এমএসএল হওয়ায় রবিবার সকাল ৮টায় বাঁধের ১৬টি জলকপাটে ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয় কর্ণফুলী নদীতে। এরপর দুপুর ২টা থেকে আবার বন্ধ করে দেওয়া হয়।
বিএনএনিউজ/নাবিদ/হাসনা