36 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বাম জোটের আধাবেলা হরতাল শুরু

বাম জোটের আধাবেলা হরতাল শুরু

হরতাল

বিএনএ ডেস্ক: জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে দুপুর ১২টায়।

হরতালের সমর্থনে কিছু সংখ্যক নেতাকর্মীকে ভোর থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। তারা শাহবাগ এলাকায় মিছিলও করেছেন। তারা এক পর্যায়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করলেও পুলিশের সহায়তা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নির্দিষ্ট লেনে গাড়ি চলাচল করায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

হরতাল চলাকালীন হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল) হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে দেশব্যাপী আধা বেলা হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন তারা। হরতাল সমর্থনে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, সভা-সমাবেশ এবং গণসংযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

সকাল ৭টার পর মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয় হরতাল সমর্থকরা। এ সময় হরতালের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা শাহবাগ মোড় ছেড়ে যায়। যে কোনও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শাহবাগ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

হরতাল শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক আছে নগরীর সড়কে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ