25 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শতাধিক রাশিয়ান হেলিকপ্টার তালেবানের দখলে

শতাধিক রাশিয়ান হেলিকপ্টার তালেবানের দখলে

শতাধিক রাশিয়ান হেলিকপ্টার তালেবানের দখলে

 বিএনএ, বিশ্বডেস্ক :  আফগানিস্তান পুরোপুরি কব্জা করার পর  বিভিন্ন প্রদেশ থেকে রাশিয়ার তৈরি শতাধিক হেলিকপ্টার দখল করেছে তালেবান। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,   কমপক্ষে ১০০ রাশিয়ার তৈরি এমআই-১৭ হিপ হেলিকপ্টার রয়েছে।

আফগান সরকারকে যুক্তরাষ্ট্র রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার দিয়েছিল। এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য হলো- দাম তুলনামূলকভাবে অন্য হেলিকপ্টারের থেকে কম এবং যুক্তরাষ্ট্রের তৈরি ইউএইচ-৬০ ব্লাক হকস থেকে উড্ডয়ন সহজ।

রাশিয়ার অস্ত্র আমদানি বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্ডার মিকেভ বলেন, তালেবানের কাছে ১০০’র বেশি এমআই-১৭ হেলিকপ্টার রয়েছে। তবে এসব হেলিকপ্টারের অনেকগুলো মেরামত, এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তালেবান সেটা পারবে না উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেকগুলো হেলিকপ্টার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে তালেবান যোদ্ধারা এমআই-১৭ হেলিকপ্টারে চড়ছেন বলে দেখা গেছে। তবে হামলার জন্য তালেবান হেলিকপ্টার ব্যবহার করেছে এখন পর্যন্ত এই রকম কোনো ঘটনা দেখা যায়নি।

বিএনএনিউজ২৪.কম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ