18 C
আবহাওয়া
৮:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে ফ্রান্সে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে ফ্রান্সে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে ফ্রান্সে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্রান্সে বৃত্তিসহ উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের আয়োজনে ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারির ১৩৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের শিক্ষক নাতাশা আফরিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, “ফ্রান্স দূতাবাসের আয়োজনে আজকের এই সেমিনারটির মাধ্যমে শিক্ষার্থীরা দেশটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নের ব্যাপারে জানতে পারবে। তাছাড়া, অনেকেই হয়তো জানেন না, ফ্রান্সের কিছু বিশ্ববিদ্যালয়ে একাডেমিক খরচ বাবদ বার্ষিক মাত্র ৩০ হাজার টাকা ব্যয় হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সেমিনারটি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

দুই ঘন্টারও বেশি সময় নিয়ে চলা এই সেমিনারে আলোচক ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের কালচারাল আতাশে ইয়োআন জিগারেল ও ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ব্যবস্থাপক সৈয়দা নাসিবা হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ফ্রান্স বৃত্তিসহ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। সেখানে শিক্ষা ও গবেষণার যে সুযোগ আছে সে বিষয়ে এই সেমিনার শিক্ষার্থী ও গবেষকদের ইতিবাচক দিক নির্দেশনা দিবে ও আমাদের শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সেমিনার আয়োজনের জন্য তিনি ঢাকাস্থ ফরাসী দূতাবাসকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, এই সেমিনার ফ্রান্সে উচ্চশিক্ষার বিষয়ে আমাদের শিক্ষার্থীদের অবহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে শিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ করে তা দেশের উন্নয়নে নিবেদিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনএনিউজ/সৈয়দ সাকিব,বিএম

Loading


শিরোনাম বিএনএ