30 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চলতি মৌসুমে কলকাতায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

চলতি মৌসুমে কলকাতায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ডেঙ্গু

বিএনএ, ডেস্ক : কলকাতায় ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে পল্লবী দে নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।চলতি মৌসুমে এটিই প্রথম ডেঙ্গুতে মৃত্যু। শনিবার শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার জ্বর ও অন্যান্য কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় পল্লবী। শুক্রবার অবস্থা আরও খারাপের দিকে যায়।  একাধিক অঙ্গ কাজ করছিল না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।  শনিবার হাসপাতালেই তার মৃত্যু হয়।

তবে কলকাতাসহ রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থাও নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

রাজ্যের ২৭টি জেলাতে প্লাটিলেটের ব্যবস্থা থাকবে। এছাড়া ৫৭টি সরকারি ব্লাড ব্যাংক থেকে প্লাটিলেট সরবরাহের ব্যবস্থা রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর কলকাতায় ৬৭ হাজার ২৭১জন ডেঙ্গু আক্রান্ত হন। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ৩০ জন। তবে বেসরকারি হিসাব বলছে সংখ্যাটা শতাধিক।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ