32 C
আবহাওয়া
১২:২৮ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » হজ পালন শেষে দেশে ফিরলেন আরও ২৯৭৮ হাজি

হজ পালন শেষে দেশে ফিরলেন আরও ২৯৭৮ হাজি

হজের প্রথম ফ্লাইট রোববার; যাত্রী ৪১৫ জন

বিএনএ, ঢাকা: পবিত্র হজ পালন শেষে গত একদিনে আরও দুই হাজার ৯৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (২৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরলেন ২৬ হাজার ৫০৪ জন হাজি।

সোমবার (২৫ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ৭২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৪টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এ বছর হজ করতে গিয়ে ২৩ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬ জন, নারী সাতজন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ