19 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » পেগাসাস কেনার জন্য সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেছিল ইসরায়েল

পেগাসাস কেনার জন্য সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেছিল ইসরায়েল

পেগাসাস কেনার জন্য সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেছিল ইসরায়েল

বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কেনার জন্য সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল তেল আবিব। আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য থেকে জানা যায়- সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারগুলোর কাছে ইসরাইল পেগাসাস স্পাইওয়্যার বিক্রির পরিকল্পনা নেয় এবং এক্ষেত্রে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এইসব সরকার নিজ নিজ দেশের ভিন্ন মতাবলম্বী, বিরোধী রাজনীতিক, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে এই পেগাসাস স্পাইওয়্যার দিয়ে। এ নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে।

বিশ্বব্যাপী পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে দেয়ার জন্য ইসরাইলের ওপর এরইমধ্যে চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রশ্ন উঠেছে সৌদি আরবের মতো দেশের কাছে কেন ইসরায়েল এই স্পাইওয়্যার বিক্রির ব্যাপারে এতটা আগ্রহী ছিল।

ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের নেতা পল লোরিউডি বলেন, এর মাধ্যমে এসব দেশের ওপরে একরকমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে ইসরাইল, এসব দেশকে নিজের পক্ষে আনতে পেরেছে, ইসরাইল নিজেও এই ধরণের নিপীড়ক শক্তি। ফলে বলা যায়- একটি পছন্দমত জোটে যুক্ত হয়েছে ইসরায়েল। তবে এটি ঠিক- আরব দেশগুলোতে এখন যা হচ্ছে অতীতে ঠিক এমনটি ছিল না।

মার্কিন গণমাধ্যম সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের বর্ণবাদী সরকার এনএসও গ্রুপকে পেগাসাস স্পাইওয়্যার তৈরির ব্যাপারে উৎসাহিত করে তুলেছিল যাতে সৌদি আরবের মতো দেশগুলোকে ভিন্নমতাবলম্বীদের দমনের ব্যাপারে সহযোগিতা করা যায়। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ