39 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » আটকাবস্থায় মারা গেছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী নিজার বানাত

আটকাবস্থায় মারা গেছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী নিজার বানাত

আটকাবস্থায় মারা গেছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী নিজার বানাত

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মানবাধিকার কর্মী নিজার বানাত আটকাবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ধরে নিয়ে যায়। নিজার বানাত পশ্চিম তীরের আল-খলিল শহরের বাসিন্দা ছিলেন।

এ বছর ফিলিস্তিনে যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে অংশ নেয়ার কথা ছিল নিজারের।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর শাসন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়ে থাকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। নিজার বানাত এর বিরোধিতা করে থাকেন।

তিনি বিদেশি শক্তিগুলোকে এই অর্থায়ন বন্ধের আহবান জানিয়ে আসছিলেন। নিজার বানাতের অভিযোগ ছিল- এই অর্থ ব্যবহার করে ফিলিস্তিনের সরকার কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বানাতকে গ্রেপ্তার করতে গেলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয় নি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ