29 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

বিএনএ, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলী ব্রিজের কাছে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে মহাসড়কে এ ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৫টায় কাভার্ডভ্যানটি পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারী মারা যান।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজেদুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ