30 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৬৭৫

করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৬৭৫

করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৬৭৫

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৪০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪৪১ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৬৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯২ হাজার ১৯৬ জন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৬৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক শুন্য আট শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৭ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩২ হাজার ৮১০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ