30 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় মেট্রো ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

মালয়েশিয়ায় মেট্রো ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

মেট্রো ট্রেন

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ট্রেন দুর্ঘটনায় ২০০ জনের বেশি লোক আহত হয়েছেন। ২১৩ জন যাত্রী নিয়ে এক মেট্রো ট্রেন পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি এক টানেলে খালি এক ট্রেনের মুখোমুখি হয়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় সোমবার (২৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর-স্টেইটস টাইমস

দেশটির যোগাযোগমন্ত্রী ইউ কা সিংহ বলেন, খালি ট্রেনটি মাত্র মেরামত করা হয়েছিল। চলমান অবস্থায় একই ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ট্রেনটির সামনে পড়ে এটি। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা পুলিশের প্রধান মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ জানান, এখনো এই দুর্ঘটনার তদন্ত করছি। তবে এই ভুল বোঝাবুঝির ফলে দুর্ঘটনায় সম্ভবত ট্রেনের অপারেশন কন্ট্রোল সেন্টার দায়ী, এমনটাই সন্দেহ করছি আমরা। আহত ২১৩ জনের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। বাকি ১৬৬ জন সামান্য চোট পেয়েছেন।

এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া কিছু ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের বগির ফ্লোরে শুয়ে আছে, ঢেকে গেছে ভাঙা গ্লাসে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ