28 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচ সাপের বিষ ব্যবসায়ী কারাগারে, আট কোটি টাকার বিষ উদ্ধার

পাঁচ সাপের বিষ ব্যবসায়ী কারাগারে, আট কোটি টাকার বিষ উদ্ধার

পাঁচ সাপের বিষ ব্যবসায়ী কারাগারে, আট কোটি টাকার বিষ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে সাপের বিষ ব্যবসায়ী ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৫ এপ্রিল) বিকালে গ্রেপ্তারকৃতদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তারা হলেন, তারাকান্দা উপজেলার মৃত আ. কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূইয়া (৪৫), মৃত আ. মজিদের পুত্র আ. গফুর (৬১), আহাম্মদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আ. রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারাকান্দা থানার পুলিশ ওই ৫ জনকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, রবিবার (২৪ এপ্রিল) রাতে র্যাব-১৪ ওয়ারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, র‌্যাব ১৪ ওয়ারেন্ট অফিসার মো. ছানোয়ার ও এসআই আব্দুর রশিদ খানসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল এন্ড সন্স নামক দোকানে কতিপয় ব্যক্তি অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ ক্রয়বিক্রয় করছেন।

পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করলে তাদের আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার বলেন, রবিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কথিত ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা। যার মুল্য ৮ কোটি ১৪ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/হামিমুর রহমান/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ