18 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২৭

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২৭


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকে রাজধানী বাগদাদের ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে  আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।

হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

করোনা শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ