30 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে গহীন অরণ্যে পুলিশের অভিযান : অস্ত্র উদ্ধার

টেকনাফে গহীন অরণ্যে পুলিশের অভিযান : অস্ত্র উদ্ধার

টেকনাফে গহীন অরণ্যে পুলিশের অভিযান : অস্ত্র উদ্ধার

বিএনএ, কক্সবাজার : রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীদের ধরতে কক্সবাজারের টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের গহীন অরণ্যে সর্বাত্মক অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) ভোর থেকে শুরু করে দুপুর নাগাদ এ কমান্ডো অভিযান চালানো হয়। এসময় ২ টি আগ্নেয়াস্ত্র ৫ টি ছুরি উদ্ধার করেছে। আজ

জেলা পুলিশ ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সাঁড়াশি অভিযানে প্রায় ৩০০ পুলিশ সদস্য অংশ নেয়। ব্যবহার করা হয় করা আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিশেষায়িত কমান্ডো ইউনিট এবং ড্রোনও।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, অভিযানে ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ৫ টি রামদা এবং শর্টগানের ব্যবহৃত ৬ টি গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনিও আরও বলেন, স্থানীয় ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্র অপরাধমূলক কর্মকাণ্ড শেষে নিজেদের গোপন আশ্রয়স্থল হিসেবে এই সমস্ত দুর্গম এলাকা ব্যবহার করে। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশের অভিযান অভিযান অব্যাহত রাখা হবে।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা ওই এলাকা ছেড়ে আগে পালিয়ে যায় বলে একটি সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন ২৭ নং জাদিমুরা রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মো. হোসেন (২২) নামে এক যুবক। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আয়াজ (১৯) নামে এক রোহিঙ্গা যুবকও।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ